Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
ব্যবসায়ী দিদার খন্দকারকে মোবাইল ফোনে হত্যার হুমকী দিয়েছে কতিপয় সন্ত্রাসী। হুমকীর পর জীবনের নিরাপত্তা চেয়ে নারায়ণগঞ্জ মডেল থানায় একটি সাধারাণ ডায়েরি করেছে।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ টার্মিনাল ঘাটের সামনে গেলে দীদার খন্দকারকে হত্যার হুমকি দেয়
একটি অজ্ঞাত মোবাইল ফোন থেকে। এ হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন দীদার
খন্দকার। এব্যাপরে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডাইরী করেছেন দীদার
খন্দকার।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড নগরীর পশ্চিম দেওভোগ এলাকার আবুল
খন্দকারের ছেলে মো: দীদার খন্দকার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় করা সাধারণ ডাইরীতে
অভিযোগ করেন, গত ২২ আগষ্ট দুপুর একটা পয়ত্রিশ মিনিটে নগরীর দুই নম্বর রেল গেইট
মোড়ে অবস্থানকালে তার ব্যবহৃত মোবাইল ফোনে +৪৯১৭২২৫১০১৯৫০ নাম্বার থেকে ফোন
আসে।
ফোনটি রিসিভ করার সাথে সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং বলে
নারায়ণগঞ্জ টার্মিনাল ঘাটের সামনে গেলে লোক মারফত খুন করা হবে। এমতাবস্থায়
বিষয়টি ভবিষ্যতের জন্য থানায় সাধারণ ডাইরী ভুক্ত করা হয়েছে। যার নম্বর ৮৬০ তাং ২৪-০৮-
২০২৪ ইং।