হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমানের বিরুদ্ধে সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা, ভাংচূর ও র্যাফেল ড্রর পুরস্কার চুরির মামলা হয়েছে। নারায়ণগঞ্জের দেওভোগ রাসেল পার্কে প্রায় দুই মাস আগে এস এসসি ৯৫ ব্যাচ এর সাংস্কৃতিক অনুষ্ঠানে মুসল্লি পরিচয়ে শতাধিক উচ্ছৃঙ্খল যুবক হামলা চালায়। সেই ঘটনায় সিটি কর্পোরেশন সম্প্রতি এই মামলা দায়ের করে। মাওলানা ফেরদাউসের সাথে অন্যতম আরো এক আসামীর নাম দেওভোগ পাক্কা রোড এলাকার ক্বারী আব্দুস শুক্কুরের ছেলে নাঈম মুন্সি।
সূত্র জানায়, মামলায় জ্ঞাত-অজ্ঞাত দেড় শতাধিক আসামী রয়েছে।
মামলায় বলা হয়েছে, গত ১০ ফেব্রুয়ারি শেখ রাসেল পার্ক অভ্যন্তরে পার্ক লাউঞ্জের সামনে এস এসসি ৯৫ ব্যাচ গ্রুপের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বসন্তবরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালিন গান-বাজনার বিরোধীতা করে রাত সাড়ে ৮টার পর মুসল্লি পরিচয়ে একদল উচ্ছৃঙ্খল যুবক অতর্কিত হামলা চালায়। সেই হামলার নেতৃত্ব দেয় হেফাজত নেতা মাওলানা ফেরদাউস ও নাঈম মুন্সি। তারা ডিআইটি রেলওয়ে জামে মসজিদ থেকে ১০০-১৫০০ উচ্ছৃঙ্খল যুককে নির্দেশ দিলে এই হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা দুই লাখ টাকা মূল্যের একটি জায়ান্ট স্ক্রীন ভেঙ্গে ফেলে। র্যাফেল ড্রর তিন লাখ টাকার জিনিস-পত্র লুট করে নিয়ে যায়। ভাংচূর করে আরো ১০ লাখ টাকার ক্ষতিসাধন করে।