মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা ২০২৪ নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর কালী বাজার জেলা সরকারি গ্রন্থাগার অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইটিসি)হামিদুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল।
বক্তারা বলেন, টেকসই উন্নয়নে অভীষ্ট অর্জনে এবং নৈতিক শিক্ষা প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মশালা জাতি গঠনে সহায়ক হবে। এ কর্মশালায় শিক্ষা প্রতিষ্ঠান ,সংগঠন ও মন্দিরসহ ৮৭ টি প্রতিষ্ঠানের প্রায় দেড় শ’ লোক অংশ নেয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক কাকলী মজুমদার, মদন চক্রবর্তী,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা প্রদীপ কুমার দাস,শিখন সরকার শিপন, সাংবাদিক দিলিপ মন্ডল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের নারায়ণগঞ্জ জেলা সহকারী প্রকল্প পরিচালক শ্যামল কুমার চক্রবর্তী।
দ্বিতীয় পর্বে অংশ গ্রহণকারীদের গ্রুপভিত্তিক দলিয় আলোচনা ও সুপারিসমালা প্রণয়ন এবং দলিয় সুপারিস উপস্থাপন করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিভাগীয় মাস্টার ট্রেইনার সমীর কুমার বিশ্বাস।