অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে
‘কানামাছি খেলা’ খেলছে- রিজভী
Tnntv24.অনলাইন ডেক্স:
অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে ‘কানামাছি খেলা’ খেলছে এবং নির্বাচনের ব্যাপারে স্পষ্ট অবস্থান না নিয়ে লুকোচুরি করছে। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার ( ৩ মে ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, জনগণের সঙ্গে আপনারা কানামাছি খেলা খেলছেন। আপনারা লুকোচুরি করছেন। আপনার সরকারের ভেতর থেকেই মনে হচ্ছে অনেকে নির্বাচন চায় না। একটা ‘মুলা’ ঝুলিয়ে রাখার চেষ্টা চলছে—কখন হবে, কিভাবে হবে, কেউ স্পষ্ট করে বলছে না।
তিনি আরও বলেন, আজকে মানুষ নানা কথা ভাবছে, নানা প্রশ্ন তুলছে। দোসরদের দুধ-কলায় পুষে রাখা হচ্ছে। এই অনির্বাচিত সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। অথচ বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্র এবং রাজনৈতিক শক্তিগুলো আপনাদের প্রতি সমর্থন দিয়েছে। সেই সমর্থন পাওয়ার পরও আপনারা গণতান্ত্রিকভাবে বলীয়ান হতে পারেননি।