অয়ন ওসমানসহ ৮ জনের বিরুদ্ধে
গ্রেফতারি পরোয়ানা
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
জুলাই-আগস্ট আন্দোলনে নারায়ণগঞ্জে হত্যা মামলায় শামীম ওসমানের ছেলে অয়নসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
প্রসিকিউটর গাজী এম এইচ তামীম ট্রাইব্যুনালকে জানান, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে যে হত্যাকাণ্ড হয়েছে, তাতে এই আটজনের সম্পৃক্ততা রয়েছে। যদিও আটজনের নাম জানায়নি প্রসিকিউটররা। তবে এই আটজনের মধ্যে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের নাম রয়েছে বলে জানা গেছে।
এদিকে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় আরাফাত ও কামরুল নামে আরও ২ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।