আওয়ামী ফ্যাসিবাদ পহেলা বৈশাখের সংস্কৃতি
দলীয় অস্ত্র হিসেবে ব্যবহার করেছে
– বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
বিএনপির কার্যনির্বাহী সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদ গত ১৬ বছর ধরে পহেলা বৈশাখের সংস্কৃতি দলীয় অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। দীর্ঘ সময় ধরে সংস্কৃতি নষ্ট করার পাঁয়তারা করা হয়েছে। আজকের দিনের অঙ্গীকার রাষ্ট্রের আমুল পরিবর্তন করতে হবে। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা চলবেনা। ধর্ম ও বর্ণ নির্বিশেষে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে অর্ন্তভুক্তিমূলক, সুখি, সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও প্রাণবন্ত করে গড়ে তুলতে হবে।
গত ১৪এপ্রিল সোমবার রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রূপসী কাজীবাড়ি মাঠে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান মাহবুব, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন নাসির, দক্ষিণ রূপসীর শিক্ষানুরাগী মিসেস সেলিনা জামান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, সহ সভাপতি আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সভাপতি ডা: শাহিন মিয়া, নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের সভাপতি হাফেজ জাকারিয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, আবু মোহাম্মদ মাসুম, রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম ও সাধারণ সম্পাদক রোমানা আফরিন প্রমুখ।
পরে পান্তা-ইলিশ, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পোশাক ও বর্ণিল সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রা, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।