আওয়ামী লীগ নেতা
আবেদ হোসেন গ্রেফতার
Tnntv24.বন্দর সংবাদদাতা:
বৈষম্যবিরোধী গণআন্দোলনের আসামী বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মহানগরের কার্যকরি সদস্য আবেদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ০১ মে ) তার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে।
পুলিশ বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানান, বৃহস্পতিবার বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় তার নিজ বাড়ি থেকে আবেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশ আরও জানিয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে এবং অন্যান্য মামলাগুলোর বিষয়েও তদন্ত করা হচ্ছে।