আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটের
প্রস্তুতি চলছে-সিইসি
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি, সীমিত পরিসরে হলেও আগামী নির্বাচনেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। সে লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতা প্রয়োজন। মঙ্গলবার এসব কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ১০টায় নির্বাচন কমিশন অডিটোরিয়ামে সেমিনার ‘অন ডেভেলপমেন্ট অব ভোটিং ফর ডায়াস্পোরা বাংলাদেশিস অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক ও নির্বাচন কমিশনারসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সিইসি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের আর্থ-সামাজিক বাস্তবতা মিলিয়ে সিদ্ধান্ত নিতে হয়। এ সময়ে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কী কী করেছি তা জানাতে চাই। আমরা মনে করি, এটি বিশ্বাসযোগ্য করতে হবে। জাতিকে জানাতে চাই। সবাই যাতে এক সাথে মতামত দিতে পারেন, সে জন্য আলাদাভাবে আয়োজন না করে সবাইকে একসঙ্গে ডেকেছি।
ভারতসহ অনেক দেশই এই পদ্ধতি (প্রবাসীদের ভোট) এখনও চালু করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী শুরুটা করতে চাই। এ জন্য বিভিন্ন দেশের প্রবাসী নাগরিকদের ভোট পদ্ধতি নিয়ে আমাদের বিশেষজ্ঞরা কাজ করছেন। আশা করি, আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো।