আড়াইহাজারে চার কন্যার মা
স্বামীর হাতে খুন
Tnntv24.আড়াইহাজার সংবাদদাতা:
আড়াইহাজারে চার কন্যার মা স্বামীর হাতে খুন হয়েছে। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সুলেখা আক্তার (৪৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামী রব মিয়া ছুরি দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যা করেন।
নিহত সুলেখা আক্তার কলাগাছিয়া নয়াপাড়া গ্রামের আব্দুলের মেয়ে। প্রায় ২০ বছর আগে তার বিয়ে হয় রব মিয়ার সঙ্গে। এই দম্পতির রয়েছে চার কন্যা সন্তান। একসময় কাপড়ের ব্যবসা করে সংসার চালালেও সম্প্রতি রব মিয়া মানসিকভাবে ভেঙে পড়েন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার দিন স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে রব মিয়া ছুরি হাতে ঘরের ভিতর স্ত্রীকে গলা কেটে হত্যা করেন। পরে সে স্ত্রীর নিথর দেহের পাশে ছুরি হাতে নির্বিকার বসে থাকে। খবর পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে রব মিয়াকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন জানান, অভিযুক্ত রব মিয়াকে আটক করা হয়েছে। তার মানসিক অবস্থা ও হত্যার বিস্তারিত তদন্ত চলছে।