আড়াইহাজারে ধান ক্ষেত থেকে
দুটি শর্টগান ও গুলি উদ্ধার
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উজেলার গাজীপুরা গ্রামের ধান ক্ষেত থেকে পুলিশের লুট হয়ে যাওয়া দুটি আগ্নেয়াস্ত্র ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার গাজীপুরা এলাকায় একটি সাইজিং মিলেরপেছনে ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকৃত অস্ত্র:শর্টগান ও গ্যাসগান
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গাজীপুরা এলাকায় গিয়ে একটি ধানক্ষেত থেকে একটি শটগান ও একটি গ্রাসগানসহ ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, অস্ত্র ও গুলিগুলো পুলিশের বলে নিশ্চিত হওয়া গেলেও কোন থানার তা এখনো জানা যায়নি। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
উল্লেখ্য গত বছর ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন থানায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাংচুর অগ্নি সংযোগ ও লুটপাট চালায়। ওই ঘটনায় থানার অনেক অস্ত্র এবং গোলাবারুদ লুট হয়।