আত্মপ্রকাশ করল
‘মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন ফ্রন্ট’
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
‘মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন ফ্রন্ট’ নামে সনাতন ধর্মালম্বিদের একটি সংগঠন আত্মপ্রকাশ করল। শনিবার (১৫ মার্চ) সকাল ১১টায় নিতাইগঞ্জ শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরে নবীন ও প্রবীণদের সমন্বয়ে ননী গোপাল সাহার সভাপতিত্বে ফ্রন্ট কমিটির আনুষ্ঠানিকতার কার্যকর হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি অপর্ণা রায় দাস।
মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন ফ্রন্ট
আলোচনা শেষে সভায় সর্বসম্মতিক্রমে মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন ফ্রন্ট কমিটির সভাপতি হিসেবে অপর্ণা রায় দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে জয় কে রায় চৌধুরী বাপ্পিকে মনোনীত করা হয়। এছাড়া, প্রধান উপদেষ্টার দায়িত্ব পান ননী গোপাল সাহা। নারায়ণগঞ্জের বিভিন্ন হিন্দু সামাজিক সংগঠন ও লাঙ্গলবন্দ সেবাক্যাম্প প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় ১০১ সদস্য বিশিষ্ট এই কমিটি।
আগামী ৪ ও ৫ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মালম্বীদের মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব। উৎসবকে কেন্দ্র করে পূণ্যার্থীদের সুরক্ষা নিশ্চিত ও সনাতনী স্বার্থ সংরক্ষণে গঠিত হয়েছে ‘মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন ফ্রন্ট’।
প্রধান অতিথি অপর্ণা রায় দাস বলেন, লাঙ্গলবন্দ আন্তর্জাতিক মানের একটি তীর্থস্থান। পূণ্যার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, আমি তার ধারাবাহিকতায় কাজ করবো। নারায়ণগঞ্জের সনাতনী সমাজ, বিশেষ করে নতুন প্রজন্ম, যদি একসঙ্গে থাকে, তবে এই পবিত্র স্থানকে আরও সুসংগঠিত করা সম্ভব হবে।
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব স্বপন কুমার দাস, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা, নাসিক ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, নাসিক ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, কেন্দ্রীয় পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুবাস চন্দ্র দাস, কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম সম্পাদক ও পূজা ফ্রন্টের সহ-সভাপতি সমীর সরকার, পূজা উদযাপন ফ্রন্টের সহ-সমাজকল্যাণ সম্পাদক ঋষিকেশ মণ্ডল মিঠু, নারায়ণগঞ্জ জেলা ফ্রন্টের আহ্বায়ক এডভোকেট রাজীব মণ্ডল, সদস্য সচিব খোকন সাহা, ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবু চন্দ্র দাস, নিতাইগঞ্জ পাইকারি ও খুচরা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শংকর সাহা, সমাজসেবক সুজন সাহা, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের ভবানী শংকর, লাঙ্গলবন্দ অষ্টমী স্নান জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রিপন দাস, আড়াইহাজার উপজেলা ফ্রন্টের নেতা অরবিন্দ সরকার বিশ্বাস, নারায়ণগঞ্জ মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, বলদেব মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রভাস সাহা, এডভোকেট রণজিৎ দে, সোনারগাঁও উপজেলা পূজা ও ঐক্য পরিষদের সহ-সভাপতি গৌতম কুমার বনিক, ঈমন বণিক, দীপক বণিক, শরৎ দাস, স্বপন দাস, মহানগর যুব মহাজোটের সভাপতি কার্ত্তিক ঘোষ, জাগো হিন্দু পরিষদের জেলার সাধারণ সম্পাদক সুজন দাস, মহানগর জাগো হিন্দু পরিষদের সম্পাদক জনি ভৌমিক, সঞ্জিত কুমার, সুদীপ্ত দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।