ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে
রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
ফিলিস্তিনের মানুষের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।গতকাল ১১ এপ্রিল শুক্রবার জুমাবাদ উপজেলার তারাবো বিশ্বরোড এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে তারাবো পৌর সম্মিলিত ওলামা পরিষদের ওলামা কেরাম, পৌর এলাকার বিভিন্ন মসজিদ, মাদরাসাসহ নানা শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়।
সম্মিলিত ওলামা পরিষদের আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত ওলামা পরিষদের তারাবো পৌর সভাপতি মুফতি বদরুল আলম সিলেটি। বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলফত মজলিসের রূপগঞ্জ থানা সভাপতি ও সম্মিলিত ওলামা পরিষদের তারাবো পৌর সিনিয়র সহ সভাপতি মুফতি আব্দুল কাইয়ুম মাদানি, তারাবো পৌর বিএনপি সভাপতি তাশিক হক ওসমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, তারাবো পৌর বিএনপি অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম, তারাবো পৌর জাসাস সভাপতি মোঃ রনি মিয়া, সমাবেশে আরবি ভাষায় বক্তব্য দেন হাফেজ মাওলানা মুফতি মোঃ ইউনুস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সম্মিলিত ওলামা পরিষদের তারাবো পৌর সহ সভাপতি মাওলানা আব্দুল মান্নান সিরাজী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা হাসান মহসিন, মুফতি এমরান হোসেন আজমির, যাত্রামুড়া জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল আল মুজাহিদসহ সম্মিলিত ওলামা পরিষদের অন্যান্য ওলামা কেরামগণ।
সমাবেশ বক্তারা বলেন ইসরায়েলের আগ্রাসন রুখে দিতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে অসহায়, নিরীহ, নিপীড়িত ও মজলুম ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশে ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে হবে। এসময় বক্তারা গাজায় বর্বরোচিত ইসরায়েলি গণহত্যা বন্ধে বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বানও জানান।