ক্ষমতার অপব্যাবহারের নাম বাদ পড়লো
আড়াইহাজারের ৫ প্রাথমিক বিদ্যালয় থেকে
Tnntv24.অনলাইন ডেক্স:
ক্ষমতার অপব্যাবহারের নাম বাদ পড়লো আড়াইহাজারের পাঁচ প্রাথমিক বিদ্যালয় থেকে। আড়াইহাজার উপজেলার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাবুর নাম বাদ দেওয়া হয়েছে। এসব বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৫ এপ্রিল) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৮ এপ্রিল বিদ্যালয়-২ শাখার যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তনের নীতিমালা-২০২৩’ অনুযায়ী বিদ্যালয়গুলোর নাম পরিবর্তন করা হয়েছে।
উপজেলার নোয়াদ্দা নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার চরলক্ষ্মীপুর নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম চরলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার পিরদা চৌধুরীপাড়া আলহাজ নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পিরদা চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার পাল্লা আলহাজ নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বালিয়াপাড়া নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম দক্ষিণ বালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে।
আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু ক্ষমতার অপব্যাবহার করে তাঁর উপজেলার প্রতিটি প্রথমিক বিদ্যালয়ের নামের সাথে নিজের নাম জুড়ে দিয়েছিলেন। সেসময় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনাও হয়েছে।
এছাড়া মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে, বিদ্যালয়গুলোর সাইনবোর্ডসহ যাবতীয় নথিপত্রে নতুন নাম ব্যবহার নিশ্চিত করতে।