খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে রূপগঞ্জ উপজেলা
বিএনপি নেতাকর্মীদের সাথে দিপু ভুঁইয়া ও কাজী মনির
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
পূত্রবধূসহ দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে অভ্যর্থনা জানাতে সকাল থেকে হাজার হাজার নেতা কর্মী-সমর্থক নিয়ে ঢাকায় অবস্থান নেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, গত মঙ্গলবার সকাল থেকেই মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নেতৃত্বে হযরত শাহ জালাল বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত কয়েক কিলোমিটার সড়ক জুড়ে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সড়ক।
রূপগঞ্জের নেতাকর্মীরা খালেদা জিয়া, তারেক রহমান ও মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর প্লে-কার্ড হাতে রাস্তায় দাড়িয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। এ সময় দিপু ভুঁইয়া তার দলের নেতাকর্মীদের সাথে নিয়ে স্লোগান ধরেন।

এসময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক আলহাজ বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আলহাজ আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সালাহউদ্দিন সালু, যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম প্রিন্স, আরিফুল ইসলাম ইমন, কামাল হোসেন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, সহসভাপতি রজব আলী ফকির, শাহীন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, পৌর যুবদলের সভাপতি আফজাল কবির, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট হেলাল উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুঁইয়া, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহম্মেদ নুরু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ অনেকে।
অপরদিকে বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে কাজী মনিরুজ্জামান মনির সমর্থিত নেতাকর্মীদের মধ্যে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান, রূপগঞ্জ থানা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম,এ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনের নেতৃত্বে নেতাকর্মীরা কুড়িল বিশ্বরোড এলাকায় অবস্থান নেন।