নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শীতকাল | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  সর্বশেষ
রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া  ফুটপাতে  জমে উঠেছে শীতের পোশাকের বাজার : Nafiz Ashraf. Tnntv24
ছাত্র-জনতার গন-আন্দোলনের  থিমে সাজছে এবারের বানিজ্য মেলা : Nafiz Ashraf. Tnntv24
রূপগঞ্জে মীর মুগ্ধ স্মৃতি গোল্ডকাপ ফুটবল  টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত : Nafiz Ashraf.Tnntv24
তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই  রূপগঞ্জে কৃষক  সমাবেশ : Nafiz Ashraf.Tnntv24
জিয়াউর রহমানকে রাজাকার বলা যুবলীগ নেতার বাড়িতে হামলা : Nafiz Ashraf. Tnntv24
রূপগঞ্জে কর্মহীন যুবকদের আত্মকর্মসংস্থানে আয়বর্ধক মূলক প্রশিক্ষণ : Nafiz Ashraf. Tnntv24
রূপগঞ্জে উৎসাহ উদ্দীপনায়  বিএনপির বিজয় শোভাযাত্রা : Nafiz Ashraf.Tnntv24 
সাদপন্থীদের হামলা ও হত্যার প্রতিবাদে  রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ : Nafiz Ashraf.tnntv24
রূপগঞ্জের পূর্বাচলে  প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত,আহত ২ :Nafiz Ashraf.tnntv24 
রূপগঞ্জে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড : Nafiz Ashraf. Tnntv24
Next
Prev

গডফাদার জনগণের বুকে গুলি করেছে,বললেন;মুহাম্মদ গিয়াসউদ্দিন

গডফাদার জনগণের বুকে গুলি করেছে,বললেন;মুহাম্মদ গিয়াসউদ্দিন

Facebook
WhatsApp
LinkedIn
গডফাদার জনগণের বুকে গুলি করেছে,বললেন;মুহাম্মদ গিয়াসউদ্দিন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য  মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, নারায়ণগঞ্জের সন্ত্রাসের গডফাদার জুলাই-আগস্ট বিপ্লবে জনগণের বুকে  অনেক বড় বড় কথা বলে।

কিন্তু সময় আসলেই পালিয়ে যায়। তাঁকে আর দেখা যায় না।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার কাশীপুরে বিএনপির এক সমাবেশে নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, নারায়ণগঞ্জের গডফাদার পালিয়ে গেছে। ২০০১ সালেও পালিয়ে ছিল। মুখে অনেক বড় বড় কথা বলে। কিন্তু সময় আসলেই পালিয়ে যায়। এ কাপুরুষ যেভাবে অস্ত্র নিয়ে জনগণের বুকে গুলি করেছে তা সব পত্রিকায় মিডিয়ায় রয়েছে ।

‘গডফাদার’ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আবারও জনগণের উপর হামলা করতে পারে শঙ্কা করে অস্ত্রধারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এ বিএনপি নেতা।

গিয়াসউদ্দিন বলেন, ‘ফতুল্লার মানুষকে বঞ্চিত হয়েছে করা হয়েছে। এ জায়গা থেকে কোটি কোটি টাকা আয় হয়। বৈষম্যের হাত থেকে ফতুল্লার মানুষকে রক্ষা করতে হলে অবিলম্বে ফতুল্লাকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করতে হবে। এখন আমাদের এটাই দাবি।’

তিনি আরও বলেন, ‘২০০১ সালে আমি কাশিপুর ইউনিয়নবাসীর কাছে যে ভালোবাসা পেয়েছি। আপনারা এ এলাকার গডফাদারের বিরুদ্ধে আমাকে বিপুল ভোটে জয়ী করেছিলেন। আমি সবসময় সেজন্য আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব।’

চাঁদাবাজি ও মাস্তানি বন্ধে দলীয় নেতা-কর্মীদেরও তৎপর হওয়ার আহ্বান জানিয়ে গিয়াস বলেন, ‘৫ তারিখ থেকে ৮ তারিখ দেশে কোনো সরকার ছিল না। এ কয়েকদিন কিছু নৈতিকতাহীন লোক লুটপাট, চাঁদাবাজি করেছেন। তারা মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। পুলিশ নৈতিকতা হারানোর কারণে মনোবল হারিয়ে গেছে। তারা রাজধানী থেকে পালিয়েছে, সারাদেশ থেকে পালিয়েছে। স্বৈরাচার চলে গেলেও তাদের দোসররা রয়ে গেছে। তারা চেষ্টা করছে কীভাবে জনজীবন বিপন্ন করে তোলা যায়। আমাদের প্রথম কাজ হল আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটানো। কেউ যেন চাঁদাবাজি, মাস্তানি করতে না পারে। কেউ যেন শিল্প কারখানায় লুটপাট করতে না পারে।’

কাশিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. মঈনুল হোসেন রতন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ মন্ডল সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি এড. আ. আব্দুল বারী ভূঁইয়া, অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম,মাজেদুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সুলতান মাহমুদ মোল্লা, আলাউদ্দিন খন্দকার সিপন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি মো. কবীর প্রধান, মো. বিল্লাল হোসেন, এড. মাহমুদুল হক আলমগীর,মো. হাসান আলী, হাসান মাহমুদ পলাশ, মো. মন্টু মেম্বার, ফুল্লা থানা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সৈকত হাসান ইকবাল প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!