Tnntv24. নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী আলোচিত নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান কোথায় ? সরকার পতনের পর তিনি কি পালিয়েছেন ? পালালে কোথায়, দেশে , না বিদেশে ?
যে কোন অনুষ্ঠানে বক্তব্যে হুঙ্কার দিতেন গডফাদার শামীম ওসমান। গডফাদার বললে নিতকে গর্বিত বোধ করতেন তিনি। প্রায়ই বক্তব্যে উচ্চ স্বরে বলতেন, বিএনপি-জামাতকে তিনি গোনায় ধরেন না।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীর একধিকবার মঞ্চ বক্ত্যে বলেছেন আমি অর্ডার দিলে বাড়ির ইট খুলে নিয়ে আসবে আমার কর্মীরা।
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার আদেশ দাতা হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ আছে। নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের নেপথ্যের নায়ক শামীম ওসমান এমন অভিযোগ নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী
বিউটির।
শামীম ওসমান সন্ত্রাসের গডফাদার। ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জে তার একটি সন্ত্রাসী বাহিনী সক্রিয় থাকে। ওই বাহিনী সবরকম সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত থাকে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, হাট-ঘাট, বাজার ,নদী দখল , পেশাজীবী সংগঠন দখল করে সবই তার আয়ত্বে নিত।
শামীম ওসমান বক্তব্যে প্রায়ই বলতেন ‘দুই আর দুই ‘ মিলে অনেকে চার বললেও আমি বলি ২২, কারণ আমি আগে থেকেই অনেক কিছু অনুমান করতে পারি।
এমন বক্তব্য দেয়া শামীম ওসমান এবার তার সরকারের পতন অনুমান করতে ব্যর্থ হয়েছেন।
সোমবার ( ৫ আগস্ট ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেলে সারা দেশের মত নারায়ণগঞ্জেও আনন্দ মিছিল উল্লাস করে ছাত্র জনতাসহ সকল শ্রেণির মানুষ। এসময় নগরীর চাষাঢ়ায়
বিজয় উল্লাসে শ্লোগান শোনা যায় “বোরকা শামীম ওসমান আবারও পালিয়েছে”। কথিক আছে, ওয়ান এলিভেনের সময় একবার বোরকা পরে পালিয়েছিল শামীম ওসমান। তারপর থেকে তাকে অনেকেই
বোরকা শামীম ওসমান বলে থাকে।
সূত্র জানায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন শামীম ওসমানের পরিবারের সদস্যদের দেশের বাইরে পাঠিয়ে দিলেও শামীম ওসমান দেশেই রয়ে যায়। কিন্তু সোমবার শেখ হাসিনা পালিয়ে গেলে শামীম ওসমান ফাঁকে পড়ে যায়। তিনি দেশের বাইরে পালাতে পারেননি। তিনি দেশেই কোথাও আত্মগোপন করে ছেন। সুযোগ বুঝে শামীম ওসমান দেশের বাইরে পালিয়ে যাবেন এমনটাই ধারণা সংশ্লিস্টদের।