জাতিসংঘ সর্ব্বোচ্চ গুরুত্ব দেবে
রোহিঙ্গা সংকট সমাধানে
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশের সফর অন্তর্বর্তীকালীন সরকার এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত অর্থবহ এবং সর্ব্বোচ্চ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পূণরায় বাংলাদেশের শরণার্থী শিবিরে মানবিক বিপর্যয় এড়াতে এবং রোহিঙ্গাদের আরও সহায়তা প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

বাংলাদেশ ও জাতিসংঘ যৌথ সংবাদ সম্মেলন
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জাতীয় সংলাপের মাধ্যমে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জাতিসংঘ সহযোগিতা করতে প্রস্তুত।রোহিঙ্গা সংকট কাটাতে সর্বোচ্চ সহযোগিতা দিতে জাতিসংঘ অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব ।আন্তোনিও গুতেরেস বলেন, রোহিঙ্গা সংকট কাটাতে সর্বৌচ্ছ সহযোগিতা দিবে জাতিসংঘ। এসময় তিনি রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে তহবিল যোগানের আহ্বান জানান।
মহাসচিব আন্তোনিও গুতেরেস পূনরায় বাংলাদেশের শরণার্থী শিবিরে মানবিক বিপর্যয় এড়াতে এবং রোহিঙ্গাদের আরও সহায়তা প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। মহাসচিব বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দৃঢ়ভাবে আবেদন করছি যাতে আমাদের যেকোনো ট্র্যাজেডি এড়িয়ে যেতে দেয়া না হয়।