ঝুট নিয়ে সংঘর্ষের ঘটনায় সংবাদ
সম্মেলনে আত্মপক্ষ সমর্থন সাগরের
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন আত্মপক্ষ সমর্থন করেছে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর। শনিবার (৮ মার্চ) বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করছে সাগর
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গত ৬ তারিখ আদমজিতে একটা সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন আমি ব্যক্তিগত কাজে সোনারগাঁয়ে অবস্থান করছিলাম, তখন ফোন পাই আমাদের কর্মীকে আওয়ামী লীগের নেতাকর্মীরা রামদা দিয়ে কুপিয়ে যখম করেছে। খবর পেয়ে তখন আমি সেখানে যাই। অনেকে সংবাদ মাধ্যমে বলা হচ্ছে সেখানে সাগরের উপস্থিত ছিল, কিন্তু আমি সেখানে ছিলাম না। এর আগে ১৯ তারিখ আওয়ামী লীগ কর্মী মুন্নাকে ছাত্রদলের নেতাকর্মীরা ধরে সিদ্ধিরগঞ্জের থানায় হস্তান্তর করে। ওই দিন ওরা হুমকি দিয়েছে সাগর ও তাদের নেতাকর্মীদের দেখে নেবে। আদমজীর ঘটনা সেটারই ষড়যন্ত্র।
সাবেক ছাত্রদল নেতা সাগর আরো বলেন, মুন্না অনেক আওয়ামী লীগ নেতার ব্যবসা নিয়ন্ত্রণ করছে। মুন্না আটক হওয়ায় ওই নেতাদের ব্যবসায় আঘাত পরে। আমাদের মোহন, মানিকসহ আরও কয়েকজন নেতাকর্মী সেদিন ইফতারের দাওয়াত দেওয়ার জন্য ইপিজেডে গিয়েছিলো। সেখানে আগে ওত পেতে লুকিয়ে থাকা মতিন, পাবনা বাবু, জালাল, সত্তার, ভুইট্টা রনি, পাবনা বাবুসহ আওয়ামী সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীর উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
তিনি আরো বলেন, হামলার খবর এলাকাবাসী জানতে পারলে বিক্ষুব্ধ জনতা আওয়ামীলীগের সন্ত্রাসীদের উপর ইট-পাটকেল ছুঁড়ে এবং সড়কের কিছু যানবাহন পুরিয়ে ফেলে। এ ঘটনায় ছাত্রদলের বা বিএনপির কোন নেতাকর্মী জড়িত না। বিভিন্ন সংবাদ মাধ্যমে অস্ত্র হাতে ছবি প্রকাশ হওয়া সোহাগ ছাত্রদল বা বিএনপির রাজনীতির কেউ না। অনেকে বলেছে সোহাগ আমার ভাই কিন্তু সে আমার ভাই কিংবা পরিচিত কেউ না। একটি তৃতীয় পক্ষ বিএনপি ও আমাকে বিতর্কিত করার জন্য এগুলো করেছে। এ হামলায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। কিছু হলেই বিএনপির ওপর দায় চাপানোর ঠিক না। ৬নং এবং ৭নং এলাকার মধ্যে এই ঘটনা, সেখানে সন্ত্রাসীদের এলাকাবাসী প্রতিবাদ করেছে। এটা বিএনপি আওয়ামীলীগের সংঘর্ষ নয় এটা ষড়যন্ত্র। এই ঘটনায় ইপিজেডের কোনো ব্যবসাকে কেন্দ্র করে হয়নি।’