ব্যবসায়ী হিসেবে ডিজিটালের সুবিধা পেয়ে আত্মতৃপ্তিতে বিকেএমইএর সভাপতি নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) এর সভাপতি এ কে এম সেলিম ওসমান। তিনি বলেছেন আজকের ডিজিটাল বাংলাদেশে ব্যাক্তিগত ভাবে আমি লাভবান। আমদানি রফতানির ক্ষেত্রে কোটি কোটি টাকা অপচয় থেকে রক্ষা পেয়েছি। ব্যবসার কাজে একসময় প্রতি মাসে ইউরোপ যেতে হত। কিন্তু গত আট বছর ইউরোপ যাওয়ার জন্য বিমানের টিকেট ক্রয় করতে হয়নি। ইউরোপ না যেয়েই আমার রফতানি অব্যাহত আছে।
শুক্রবার (৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশেষ অতিথির বক্তব্য দিচ্ছিলেন সংসদ সদস্য সেলিম ওসমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রযুক্তির কল্যাণে নারীর ক্ষমতায়ন ল্যাপটপ বিতরণের সেই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো যারা বক্তব্য রাখেন তারা হলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগ সভাতি আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোদাম্মদ মাহমুদুল হক।
ব্যবসায়ী নেতা ও সংসদ সদস্য সেলিম ওসমান আরো বলেন, মা’য়েরা এখন তাদের সন্তানদের হাতে ল্যাপটপ বা মোবাইল ফোন দিয়ে খাওয়াতে বসান। বাসার কাজের লোকেরা তার সন্তানকে ভাত খাওয়ায়। কিন্তু ওই শিশুটি জানে না সে কি মাছ দিয়ে, কি তরকারি দিয়ে ভাত খাচ্ছে। এ শিশুরা কিছু শিখতে পারে না। সেলিম ওসমান আরো বলেন, আমি তাদের অনুরোধ করব, আমার একটি অর্গানাইজেশন আছে বিকেএমইএ। আমার সেখানে তিনটি ফ্লোর পড়ে আছে, জেলা প্রশাসক সহযোগীতা করলে সেখানে মহিলাদের বিদেশি ভাষা শেখাতে চাই। ভাষার সাথে কম্পিউটার সেখানো গেলে নারায়ণগঞ্জে অনেক বাইং হাউজ আছে সেখানে তারা কাজ করার সুযোগ পাবে। তাহলে নারায়ণগঞ্জ অনেক উন্নত হবে।