Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নূর হোসেন দিবসে আওয়ামী লীগের ডাকা সমাবেশস্থল গুলিস্তানের জিরো পয়েন্ট ও আশপাশের এলাকা থেকে নারায়ণগঞ্জের ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে পল্টন ও শাহবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় দেশের বিভিন্ন এলাকার মোট ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের ৭ জন আছেন বলে পুলিশ ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গ্রেফতার কৃতদের মধ্যে ২ জন নারীও রয়েছেন।
যারা গ্রেফতার হয়েছেন তারা হলেন, রূপগঞ্জের মহিউদ্দিন হোসেন (৩৮), রেহেনা বেগম (৪৫) ও লাকি বেগম (৪৫), সোনারগাঁর মোশাররফ হোসেন (৪৫), কামরুল ইসলাম (৪০) ও ফারুক হোসেন (৩৮), সদর থানা এলাকার রাসেল হায়দার (৪২)।
পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত রোববার গুলিস্তানের জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে পল্টন থানা পুলিশ ৪২ জন এবং শাহবাগ থানা পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। এদের মধ্যে নারায়ণগঞ্জের ৭ জন আছেন।
গ্রেপ্তারকৃতদের নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সমর্থক, অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে মামলার এজাহারে আরও বলা হয়, আসামিরা নিষিদ্ধ সংগঠনের সমর্থক, অর্থদাতা ও পরামর্শদাতা হিসেবে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় অংশ নেন। তারা পরস্পর যোগসাজশে একত্র হয়ে দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট ও বড় ধরনের অঘটন ঘটানোর জন্য সরকারবিরোধী স্লোগান দেয় এবং সমাবেশ আয়োজনের চেষ্টা করে। তারা প্রচলিত সমাজ ও রাষ্ট্রব্যবস্থাকে অমান্য করে যেকোনো ধরনের বড় অঘটন ঘটাতে পারে।