ধর্মীয় নেতা মামুনুল হকের আল্টিমেটাম:৩মে’র মধ্যে
কমিশনের নারী বিষয়ক প্রস্তাব প্রত্যাহার করতে হবে-মামুনুল হক
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
আগামি ৩ মে’র মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাব বাতিল করা না হলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেছেন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও ধর্মীয় নেতা মাওলানা মামুনুল হক।
শুক্রবার ( ২৫ এপ্রিল ) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ও মহানগর হেফাজতে ইসলাম আয়োজিত গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ৩ মে’র মধ্যে নারী সংস্কার কমিশনের প্রস্তাব প্রত্যাহার করে এই কমিশনকে বাতিলসহ কমিশনের সদস্যদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া দাবি জানায় হেফাজতে ইসলাম
ধর্মীয় নেতা মামুনুল হক বলেন, সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশনের দেওয়া বিতর্কিত প্রস্তাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যদি ইসলাম ও কুরআন বিরোধী অবস্থা নেয় তাহলে এই সরকারের সাথে শেখ হাসিনার চেয়ে ভিন্ন কোন আচরন করবে না হেফাজতে ইসলাম।
হেফাজতে ইসলামের জেলার সভাপতি মনির হোসেন কাসেমীর সভাপতিত্বে গনজমায়েতে বক্তব্য রাখেন দলটির নায়েবে আমির আহমদ আলী, আব্দুল কাদবর, সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিবি, সাংগঠনিক সম্পাদক বশির উল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
গণজমায়েতে বক্তারা নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুর্ণবহালসহ ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল গণহত্যার বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যার, নিপিড়ন বন্ধ করার আহবান জানান।