Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী আসনসহ সকল কাউন্সিলরগণের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর ) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তর কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে;এতদ্বারা স্থানীয় সরকার ( সিটি কর্পোরেশন ) ( সংশোধন )অধ্যাদেশ ২০২৪ এর ধারা ১৩ ক প্রয়োগ করে বাংলাদেশের নিন্মবর্ণিত সিটি কর্পোরেশনসমূহের কাউন্সিলরগণকে ( সংরক্ষিত আসনসহ ) স্ব স্ব পদ হতে অপসারণ করা বহলো।
সিটি কর্পোরেশন গুলো হলো-ঢাকা দক্ষিণ,ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা,রাজশাহী, সিলেট,বরিশাল, নারায়ণগঞ্জ,কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ২৭ টি ওয়ার্ডে ২৭ জন কাউন্সিলর ও সংরক্ষিত ৯ ওয়ার্ডে ৯ জন নারী কাউন্সিলর ছিলেন। তাঁরা সকলেই এখন অপসারিত।