নারায়ণগঞ্জের আড়াইহাজারে কুখ্যাত ডাকাত
মুকুল গণপিটুনীতে নিহত
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনীতে ডাকাত মুকুল নিহত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া নয়াপাড়া চকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার কিছু সময় আগে ঘটনাস্থল সংলগ্ন ইরিস্কিমের মেশিনের সামনে একদল ডাকাত জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পথচারীরা তা টের পেয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ডাকাতদের ধাওয়া দেয়। ঐ সময় এক ডাকাতকে আটক করতে পারলেও বাকীরা পালিয়ে যায়। পরে ধৃত ডাকাতকে গণপিটুনী দেয়। ঘটনাস্থলেই ডাকাতের মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়,নিহত ডাকাত এলাকার সাবেক কাবিল মেম্বার এর ছেলে মুকুল (৩৫)। সে এলাকায় ডাকাত সর্দার হিসেবে পরিচিত। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে। ঘটনাস্থল থেকে পুলিশ চাপাতি, দা, তালাকাটার যন্ত্র উদ্ধার করেছে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গণপিটুনীতে নিহত মুকুল ডাকাতের বিরুদ্ধে আড়াইহাজার থানায় ৪টি ডাকাতি ও ১টি বিস্ফোরক মামলা রয়েছে। এ ব্যাপারে আড়াইহাজার থানায় আইনি প্রস্তুতি চলছে।