নারায়ণগঞ্জে নতুন ইতিহাস তৈরি হবে
বললেন বিএনপি নেতা মুহাম্মদ গিয়াসউদ্দিন
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
বীর মুক্তিযোদ্ধা জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, পবিত্র রমজান মাস ফজিলত, বরকত, নাজাতের মাস এবং এই মাসে সৎ কাজ, মানুষের সেবা করা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম প্রতিদান বয়ে আনবে। তিনি বলেন, রাজনীতি করার উদ্দেশ্য দেশের কল্যাণে কাজ করা।
বুধবার (১৯ মার্চ) বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ডে ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে পথচারীদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ গিয়াসউদ্দিন এই কথা বলেন।
পথচারীদের মাঝে ইফতার বিতরণ
তিনি বলেন, আজ যারা এই কর্মসূচি আয়োজন করেছেন, মহান আল্লাহতালার কাছে প্রার্থনা করি, তাদেরকে যেন এর সর্বোত্তম প্রতিদান দেন। আরো বেশি মানুষের সেবা ও দেশের কল্যাণে কাজ করার উদ্যোগ আমাদের নিতে হবে।
এছাড়া তিনি বলেন, নারায়ণগঞ্জে নতুন ইতিহাস তৈরি হবে এবং জনগণের প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে হবে। তিনি বলেন, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার নির্দেশনা দেন, আমরা যেন দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করি।
গিয়াসউদ্দিন আরো বলেন, এই কর্মসূচি আমাদের প্রিয়নেতা তারেক রহমানের নির্দেশনায় করা হয়েছে। আমি ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামসহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, এই উদ্যোগ আমরা শুধু রমজান মাসে সীমাবদ্ধ রাখব না, সারা বছর আমরা জনগণের কল্যাণে কাজ করব ইনশাআল্লা। মহান আল্লাহতালা আমাদের সেই তৌফিক দান করুন যাতে আমরা মানুষের সেবা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি।
৯নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাসুদুজ্জামান মন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদারের পরিচালনায় অনুষ্ঠিত এই ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম।
এছাড়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ডি,এইচ, বাবুল, এস,এম, আসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, সদস্য ইউসুফ মিয়া, শাহজাহান, জাকির হোসেন, হাজী নুরুল ইসলাম, আরিফ সাউদ, মোক্তার হোসেন, আনিস সাউদ, হাজী সুরুজ মিয়া, আব্দুস সামাদ, তুহিন, আব্দুস সালাম, মোহাম্মদ সেলিম, শাহীন, মাহবুব হোসেন, হাসান, ছাত্রদল নেতা আকিব, রিয়াদ, মেহেদী, সোহান, কাউসার, রিপ্ত, সজিব এবং আরও অনেকে।