নারায়ণগঞ্জে নিজের বাড়িতে শান্তিতে থাকার
আকুতি নিয়ে এক নারীর সংবাদ সম্মেলন
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে বন্দর একরামপুরে আপন ভাই, ভাতিজাদের মামলা সহ নানা অত্যাচারে এক নারী তার নিজের বসত ভিটায় শান্তিতে থাকতে পারছে না এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে বিলকিস বেগম
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে বিলকিস বেগম শিউলী নামে ওই নারী জানান, আমার বাড়ি থেকে বের হবার পথ বন্ধ সহ মামলা দিয়ে আমাকে হয়রানি করছে রফিক, ইব্রাহিম, মনির কাজী। সেই মামলার রিপোর্ট নিয়ে বন্দর থানার এএসআই মিথ্যার আশ্রয় নিয়েছে বলেও জানান তিনি।