নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের
মিছিলের প্রস্তুতিকালে ১০ জন গ্রেফতার
Tnntv24.ডেক্স রিপোর্ট:
নারায়ণগঞ্জের ফতুল্লা ও সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে। জেলার ফতুল্লা ও আড়াইহাজার থেকে তাদের গ্রেফতার করে জানিয়ে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় সোমবার ভোরে আওয়ামীলীগের নেতাকর্মীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের ধারণা, তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। আটকরা হলেন, ঠিকাদার ও যুবলীগ নেতা আবুল হোসেন (ছাত্র হত্যায় অভিযুক্ত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেলের সহযোগী), মোল্লা জাফর, সোহাগ, উজ্জ্বল, শাহালম, তপন, রাসেল। আটককৃতরা ফতুল্লার লালপুর এলাকার বাসিন্দা।
ভোরে শিবু মার্কেট এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। গোপন সূত্রে এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে পুলিশ।
আড়াইহাজারে সাগর হাসান (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদককে আটক করেছে পুলিশ। সোমবার তাকে আটকের তথ্য জানায় পুলিশ। সে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। রোববার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কল্যান্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাগর উপজেলার কল্যান্দী শেখ বাড়ি এলাকার কবির হাসানের ছেলে।
এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় মাস্ক ও কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা। সোমবার ভোরে সোনারগাঁয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এই মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসময় ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ নেয়। পরিচয় গোপন করতে প্রত্যেকেরই মুখ কালো মাস্ক কিংবা কাপড় দিয়ে ঢাকা ছিল। ভোরে মহাসড়কে দশ থেকে পনেরো মিনিটের মত মিছিল দিয়ে ভিডিও ধারণ করেন তারা। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেইজে ভিডিওটি প্রচার করা হয়।
জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, জেলার ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে আওয়ামী লীগ ও যুবলীগের ৭ নেতাকর্মী ও আড়াইহাজার থেকে ছাত্রলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদকসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।