Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আমলাপাড়া পঞ্চায়েত কমিটির আয়োজনে শিক্ষার্থী ও এলাকাবাসীর সমন্বয়ে মঙ্গলবার দুপুরে শহরের আমলাপাড়া গার্লস স্কুলের মোড় থেকে র্যালিটি শুরু হয়।
র্যালিতে অংশ নেয় স্থানীয় পঞ্চায়েত কমিটি, বিভিন্ন সামাজিক, ধর্মীয় সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার কয়েক হাজার নারী-পুরুষ। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁদমারি এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক মাহমুদুল হকের কাছে একটি স্মারকলিপি দেন আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি নূরুল ইসলাম সরদার, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, কাউন্সিলর মাকসুল আলম খন্দকার খোরশেদ সহ অন্যরা। ।