নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে
আটক ১২ জনকে কারাদণ্ড দিয়েছে
ভ্রাম্যমান আদালত
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে গ্রেফতার ১২ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৫ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার তামশিদ ইরাম খান।
এর আগে রোববার রাতে সাইনবোর্ড, মিতালি মার্কেট, চাঁদমারী বস্তি এলাকায় মাদক ও চাঁদাবাজি রোধে এ অভিযান চালানো হয়।অভিযানে জেলা প্রশাসন, র্যাব, পুলিশ, সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়।