নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শীতকাল | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  সর্বশেষ
রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া  ফুটপাতে  জমে উঠেছে শীতের পোশাকের বাজার : Nafiz Ashraf. Tnntv24
ছাত্র-জনতার গন-আন্দোলনের  থিমে সাজছে এবারের বানিজ্য মেলা : Nafiz Ashraf. Tnntv24
রূপগঞ্জে মীর মুগ্ধ স্মৃতি গোল্ডকাপ ফুটবল  টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত : Nafiz Ashraf.Tnntv24
তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই  রূপগঞ্জে কৃষক  সমাবেশ : Nafiz Ashraf.Tnntv24
জিয়াউর রহমানকে রাজাকার বলা যুবলীগ নেতার বাড়িতে হামলা : Nafiz Ashraf. Tnntv24
রূপগঞ্জে কর্মহীন যুবকদের আত্মকর্মসংস্থানে আয়বর্ধক মূলক প্রশিক্ষণ : Nafiz Ashraf. Tnntv24
রূপগঞ্জে উৎসাহ উদ্দীপনায়  বিএনপির বিজয় শোভাযাত্রা : Nafiz Ashraf.Tnntv24 
সাদপন্থীদের হামলা ও হত্যার প্রতিবাদে  রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ : Nafiz Ashraf.tnntv24
রূপগঞ্জের পূর্বাচলে  প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত,আহত ২ :Nafiz Ashraf.tnntv24 
রূপগঞ্জে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড : Nafiz Ashraf. Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যৌথ সভা, হামলাকারীদের গ্রেফতারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যৌথ সভা, হামলাকারীদের গ্রেফতারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যৌথ সভা, হামলাকারীদের গ্রেফতারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের জরুরী যৌথ সভা

হামলাকারীদের গ্রেফতারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

 

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের গ্রেফতার ও প্রেসক্লাবের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত জরুরী যৌথ সভায় এ আল্টিমেটাম দেয়া হয়।

 

প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপুর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আইউব, হাবিবুর রহমান বাদল, মাহবুবুর রহমান মাসুম, রুমন রেজা, খন্দকার শাহ্ আলম, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম, নাফিজ আশরাফ, প্রেস ক্লাবের ক্লাবের সিনিয়র সদস্য ফজলুল বারী, সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ (বিএফইউজে)’র সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে ) র সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, প্রেসক্লাব কার্যকরী কমিটির সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, কার্যকরী সদস্য আফজাল হোসেন পন্টি, নাহিদ আজাদ, এম আর কামাল, রফিকুল ইসলাম রফিক, শফিকুল ইসলাম সোহেল, প্রণব কৃষ্ণ রায়, শওকত আলী সৈকত, হাসান উল রাকিব, শফিকুল আলম সুজনসহ অন্যরা।

 

সভায় নেতৃবন্দ বলেন, ঐতিহ্যবাহী এই প্রেসক্লাবের ৫৮ বছরের ইতিহাসে এ ধরনের ন্যাক্কার জনক ঘটনা আগে কখনো ঘটেনি। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে প্রশাসনের ভুমিকায় অসন্তোষ প্রকাশ করে তারা বলেন, প্রেসক্লাবে হামলার আশঙ্কা করে হামলা হওয়ার দেড় ঘন্টা আগে পুলিশ সুপারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানালেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয় নি। পরবর্তীতে হামলাকারীদের হামলায় সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ আহত হলে ক্লাবের অন্যান্য সদস্য এবং ক্লাব স্টাফরা হামলার নেতৃত্বদানকারীকে আটক করে পুলিশে দেয়। কিন্তু উল্টো হামলাকারীদের পক্ষে মিথ্যা মামলা গ্রহণ করায় পুলিশ প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তারা।

আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রেসক্লাবের পক্ষ থেকে দায়েরকৃত মামলার আসামীদের গ্রেফতার এবং হামলাকারীদের পক্ষ থেকে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দেন তারা। অন্যথায়, পুলিশ সুপার ও নারায়ণগঞ্জ সদর থানার ওসির প্রত্যাহার দাবিসহ বৃহত্তর কর্মসূচী দেয়ার ঘোষণার সিদ্ধান্ত হয়।

 

একইসাথে, হামলাকারীদের ইন্ধনদাতা হিসেবে যাদের নাম প্রকাশ পেয়েছে তাদের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। তারা বলেন, দেশের স্বাধীণতা সংগ্রামের আগে গঠিত এই নারায়ণগঞ্জ প্রেসক্লাব বিগত ৫৮ বছর যাবৎ স্বাধীনভাবে চলে আসছে। কোনো রাজনৈতিক সংগঠন বা ব্যক্তি প্রেসক্লাবের কার্যক্রমে কখনোই হস্তক্ষেপ করার চেষ্টা করেনি। এমনকি গত ১৫ বছরে আওয়ামী শাসনামলেও তৎকালীণ এমপি-মন্ত্রী-মেয়র কিংবা নেতাকর্মীরা ক্লাবের কার্যক্রমে হস্তক্ষেপের দু:সাহস দেখায় নি। তবে, সম্প্রতি ৫ আগস্ট পট পরিবর্তনের পর একটি রাজনৈতিক দলের কতিপয় নেতাদের ইন্ধনে ঐ দলের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী ও দুস্কৃতিকারীরা প্রেসক্লাবে হামলা চালায়, যা অত্যন্ত ন্যাক্কারজনক ও গর্হিত কাজ। ফলে, এই হামলার পেছনের ইন্ধনদাতাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

 

এছাড়াও, যে সকল রাজনৈতিক নেতা ও প্রশাসনের ব্যক্তিরা এ ধরনের নামবিহীন ব্যক্তি ও সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, তাদেরকে এ কর্ম থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায়, তাদের সকল প্রকার সংবাদ বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!