Tnntv24. নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ ফটোগ্রাফি সোসাইটি’র আয়োজনে দিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ৬০ জন শিক্ষার্থী অংশ নেন। রবিবার ( ০৬ অক্টোবর ) নগরীর আমলাপাড়া আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত এই কর্মশালায় সকল অংশগ্রহনকারী শিক্ষার্থীই আইডিয়াল স্কুলের।
ফটোগ্রাফি ও ক্যামেরা সম্পর্কিত বিভিন্ন কলা কৌশল, ক্যামেরার বিভিন্ন অংশ, লেন্স, শ্যাটার, ফোকাসিং ইত্যাদি বিষয়ে হাতে-কলমে শিক্ষা গ্রহণ করেছেন শিক্ষার্থীরা। রবিবার (৬ অক্টোবর) দিনব্যাপি ফটোগ্রাফি কর্মশালায় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের ৬০ জন শিক্ষার্থী কর্মশালায় অংশ নেয়।
নারায়ণগঞ্জ ফটোগ্রফিক সোসাইটি (এনপিএস) ও নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল ফটোগ্রফি ক্লাব (এনআইসি) এর যৌথ আয়োজনে দিনব্যাপী ফটোগ্রাফি কর্মশালায় শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেণ প্রধান অতিথি স্কুলের চেয়ারম্যান কাশেম জামাল। উপস্থিত আলোচক ছিলেন এনপিএস এর আহ্বায়ক জামিরুল হক নিপু, প্রণব কৃষ্ণ রায়, রফিকুল ইসলাম তুহীন।