নিষিদ্ধ ঘোষিত ভোলাব ইউনিয়ন
ছাত্রলীগের সাধারণ সম্পাদক জমিদার সিটির
চেয়ারম্যানকে হত্যার হুমকি দিয়েছে
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সন্ত্রাসীরা জমিদার সিটির চেয়ারম্যান ডাঃ আব্দুল কবিরকে হত্যার হুমকি দিয়েছে।

ঘটনাটি ঘটেছে গত ৩০ মার্চ রবিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ভোলাব ইউনিয়নের চারিতাল্লুক গ্রামে ডাঃ আব্দুল কবির পরিবারের সাথে ইফতার করছিলেন। এ সময় তারই ভাতিজা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইজুলের নেতৃত্বে ৭/৮ সদস্যের একদল সন্রাসী জমিদার সিটির চেয়ারম্যানকে মেরে ফেলার জন্য চাকু,হকিস্টিক ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধোর করে। উপায়ন্তর না দেখে ৯৯৯ এ কল দেয়।
তার ডাকচিৎকারে এলাকার লোকজন চলে আসলে সন্ত্রাসীরা হত্যা করার হুমকি দিয়ে পালিয়ে যায়। আহত ডাঃ আব্দুল কবির কে রূপগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১ নং আসামি ফাইজুল ইসলাম জমিদার সিটিতে বালু বরাটের কাজ ও গুলশান অফিসে সিইওর দায়িত্ব পালন করেছে, ২ নং আসামি মাসুদ জমিদার সিটির অফিস থেকে ১১৮টি ফাইল কম্পিউটার, মানি রশিদ চেকসহ কোম্পানীর ডকুমেন্টস চুরি করে কোম্পানির নাম জালিয়াতির মাধ্যমে জমিদার মডার্ন সিটি নামে অন্য একটি অফিস খোলে ৫নং আসামি গাউসুল ইসলাম সিআরএর দায়িত্ব পালন করে।
ডাঃ আব্দুল কবির বাদী হয়ে রূপগঞ্জ থানায় পাঁচ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ফাইজুল ইসলাম (৩০),মাসুদ মিয়া (৩৬),আঃ বারী (৪২), তাইজুল ইসলাম (৩৪)ও গাউসুল ইসলাম (২৭)। আসামিদের বাড়ি ভোলাব ইউনিয়নের চারিতাল্লুক গ্রামে।
স্থানীয় প্রত্যেক্ষদর্শীরা জানান, আব্দুল কবিরের জমিদার সিটির কোটি টাকা লুটপাট করে নিয়েছে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে নিরীহ মানুষের জমি দখল করেছে। ঐ সময়ে তার কাছে পিস্তল ছিলো বলে জানিয়েছেন এলাকাবাসী।
এব্যাপারে রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।