বন্দরে হত্যা মামলার আসামী ধর্ষক
ছিনতাইকারী আলমগীর প্রকাশ্যে দাপটে ঘুরে বেড়াচ্ছেন
Tnntv24.স্টাফ রিপোর্টার:
হত্যা ধর্ষণ ছিনতাইসহ বিভিন্ন মামলার বন্দরসহ একাধিক থানায় এজাহার ভুক্ত আসামী আলমগীরকে গ্রেফতারের দাবিতে একমামলার বাদী নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও
পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। দুর্ধর্ষ এই আসামী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং ক্রমাগত অপরাধ করে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছেন।
স্বামী প্রবাসে থাকায় পূর্ব পরিকল্পিত ভাবে ধর্ষণের পর খুন করা হয় বন্দরের সেলিনা বেগমকে। সংঘবদ্ধ হয়েকয়েকজন অপরাধী নির্মমভাবে হত্যা করে দূর্বৃত্তরা পালিয়ে যায়।
লুটকরে নিয়ে যায় টাকা পয়সাও। বন্দর থানায় ৩০২ ধারায় হত্যা মামলা হলেও থানা পুলিশ কোন অপরাধীকে দীর্ঘদিনেও আটক কিংবা
গ্রেফতার করতে পারেনি। যার কারণে সম্পূরক আসামী আলমগীরসহ অন্যান্য আসামীরা বীরদর্পে ঘোরাফেরা করছে এবং বাদীপক্ষকেও হুমকী
ধামকী দিয়ে যাচ্ছে। পরবর্তীতে মামলাটি বন্দর থানা থেকে অধিকতর তদন্তের জন্য এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে
সিআইডিতে স্থানান্তর করা হয়।
জানা যায় মারামারি ও ছিনতাই মামলার আসামী মাদকাসক্ত আলমগীর বন্দর থানার বাগবাড়ী এলাকার আবুল হোসেনের পুত্র। চিহ্নিত অপরাধী
হিসেবে এলাকায় পরিচিত থাকলেও ব্লাকমেইলার ও মামলাবাজ হিসেবে আলমগীরের জুড়ি নেই। বিভিন্ন অপরাধে অভিযুক্ত
আলমগীরকে অবশেষে পুলিশ খুঁজছে। তারমধ্যে আবার সিআইডি পুলিশও খুঁজে বেড়াচ্ছে। বন্দর থানার ৮নং হত্যা মামলাটি সুষ্ঠ তদন্তের
স্বার্থে মামলার ঘটনার বিষয়ে দ্রুতই আলমগীরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিআইডি সূত্রে জানা যায়। আগামী এক সপ্তাহের মধ্যে
মাকদাসক্ত ছিনতাইকারী আলমগীরকে সিআইডি কার্যালয়ে হাজির হওয়ারও নির্দেশ দিয়েছে বলে সূত্রে প্রকাশ।
এদিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশও ছিনতাইকারী আলমগীরকে খুঁজে বেড়াচ্ছে বলে জানা গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ৩২৬ ধারার একটি মামলায় আলমগীর এজাহারভুক্ত আসামী। মামলা নং-১৬। এছাড়াও বন্দর থানার চার্জশীটভুক্ত নন
প্রসিকিউশন মামলারও আসামী এই আলমগীর। এলাকাবাসী জানায় বিভিন্ন থানায় ও আদালতে একাধিক মামলা থাকলেও মাদকাসক্ত
ছিনতাইকারি ধর্ষক আলমগীর প্রধান কিভাবে প্রকাশ্যে ঘোরাফেরা করে এবং বাড়ির আশেপাশের মানুষদের হুমকী ধামকীর মধ্যে রাখে।
এদিকে সম্পূরক আসামী আলমগীরসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতারের জন্য হত্যা মামলার বাদী নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও
পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। সেই সাথে ডেভিল হান্টেরও হস্তক্ষেপ কামনা করেছে বিভিন্ন ভুক্তভোগীরা।