বরিশালে কেন অবরুদ্ধ করা হলো
নাহিদ ইসলামকে ?
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে অবরুদ্ধ করে রেখেছিলো বিক্ষুদ্ধকারীরা। বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যন্তরীণ বিরোধের জেরে এমন ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় বরিশাল ক্লাব মিলনায়তনে এ ঘটনা ঘটে।
নাহিদ ইসলামকে অবরুদ্ধ করার কারণ জানিয়ে এক বিক্ষুদ্ধকারী বলেন, আন্দোলন শেষ হয়েছে প্রায় সাত মাস হলেও এখন পর্যন্ত বরিশালে কোনো নেতৃবৃন্দ সাধারণ ছাত্র জনতার সাথে বসে ৫ মিনিট কথা বলে নাই।
তাদের সব কথা হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে শুধু আহ্বায়কদের সাথে হয়।অথচ বরিশাল মহানগর সমদস্যদের সাথে কোনো আলাপে বসেনি নেতৃবৃন্দ।শুধু ৫ মিনিট সময় চেয়েছিলাম কথা বলার ,আহ্বায়ক, সদস্য সচিবরা তা বলতে দেয়নি।