বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংস্কৃতিক অনুষ্ঠানে
নারায়ণগঞ্জে পয়লা বৈশাখ
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
জেলা প্রশাসনের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩২ বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। জেলা বিএনপি, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলাদা অনুষ্ঠান করেছে।এসব আয়োজনে অংশ নেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠক, কর্মী এবং নানা শ্রেণিপেশার মানুষ।
সকাল ৯টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় হাতি, পালকি, ঢেকি ও বাঙালি সংস্কৃতির নানা অনুষঙ্গ তুলে ধরা হয়। পরে শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে পহেলা বৈশাখ উপলক্ষে লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’ এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে চাষাঢ়া থেকে একটি শোভাযাত্রা বের হয়, যা চারুকলা ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। ঢাকের তালে তালে নানা বৈশাখী মোটিফ নিয়ে বের হওয়া এ শোভাযাত্রায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশেষ আয়োজনও দেখা যায়। এর আগে চারুকলা ইনস্টিটিউট থেকেও একটি শোভাযাত্রা বের করা হয়, যাতে স্থানীয় শিল্পী-সংস্কৃতিকর্মীরা অংশ নেন।
জেলা বিএনপির পক্ষ থেকেও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে বের হওয়া এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম টিটু, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, আনোয়ার সাদাত সায়েমসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া সমমনা সাংস্কৃতিক সংগঠন শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদের ব্যানারে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা মাথাল, লুঙ্গি, গামছা পরে লোকজ সংস্কৃতির পরিচয় তুলে ধরেন।
বাংলা নববর্ষ উপলক্ষে জেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেও নানা আয়োজন দেখা গেছে।