ফতুল্লা থানা বিএনপির বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক
রিয়াদ মোহাম্মদ চৌধুরি দুই দিনেরে রিমান্ড মঞ্জুর
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির বহিস্কৃতি সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্ম চৌধুরিকে
চাদাঁবাজির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোবাবর দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী এর রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালতের পরিদর্শক মো: কাইয়ুম খান জানান, রিয়াদ মোহাম্মদ চৌধুরি এক গার্মেন্টস ব্যবসায়ীকে টেলিফোনে হুমকি দিয়ে চাঁদাদাবি ও ফ্যাক্টরী আগুনে পুড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখানোর অভিযোগে পুলিশ বাদি চাদাঁবাজির মামলা দায়ের করেন। মামলার তদন্তকারি
কর্মকর্তা রিয়াদ মোহাম্মদ চৌধুরিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত উভয় পক্ষের আইনজীবির
শুনানী শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
উল্লেখ গত ১৫ মে থাইলেন্ডে পালিয়ে যাওয়ার সময় হযরত শাহ জালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ
রিয়াদ মোহাম্মদ চৌধুরিকে গ্রেফতার করে। এ ঘটনায় চাদাঁবাজির অভিযোগে ফতুল্লা থানা পুলিশের (এস আই )
শামীম বাদি হয়ে মামলা দায়ের করে ।