বিলম্বে হলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
সমাধিস্থলে হাস্যেজ্জ্বল জাকির খান
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
বিলম্বে হলেও নারায়ণগঞ্জের আলোচিত সাবেক ছাত্রদল সভাপতি জাকির খান শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে গিয়ে দোয়া পাঠ করেছেন। এসময় কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় সহ অন্যরা উপস্থিত ছিলেন।
দোয়া পাঠের আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।
সোমবার (২৬ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়ার সমাধিস্থল জিয়ারত করে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।
জিয়ারতকালে তার সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জের নেতারা। উপস্থিত ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও মনির হোসেন খান, হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, প্রমুখ।
সকাল থেকেই নারায়ণগঞ্জ শহর থেকে চার শতাধিক গাড়ির বিশাল বহর নিয়ে জিয়ার মাজারে রওনা দেন জাকির খান। হাজারো নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও পোস্টারসহ মাজার জিয়ারতে অংশ নেন।
দুপুরে মাজার প্রাঙ্গণে পৌঁছালে পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে। পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মোনাজাতে অংশ নেন জাকির খান।