মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক
মাসুদুজ্জামান মাসুদের পিতা সমাজসেবক
আলহাজ্ব আলী নূর ইন্তেকাল করেছেন

মরহুম আলী নূর সমবায় কো-অপারেটিভ ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তিনি নিজেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রেখেছিলেন। তল্লা বড় মসজিদ, সমবায় মার্কেটের চেয়ারম্যান ও তল্লা সাধারণ পাঠাগারের উপদেষ্টার দায়িত্বও পালন করেন তিনি। ব্যক্তিজীবনে দানশীল আলী নূর বিভিন্ন স্কুল, মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠায়ও ভূমিকা রেখেছেন।
রোববার বিকেলে বাদ আসর তল্লা বড় মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
আলী নূরের মৃত্যুতে তাৎক্ষনিক শোক ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, মহানগর জামায়াতে ইসলামের সাবেক আমীর ও কেন্দ্রীয় পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, মহানগর জামায়াতের আমীর আবদুল জব্বার, নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইউম, সম্পাদক মানোয়ার হোসাইন, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সমন্বয়কারী তরিকুল সুজন।