Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম নারায়ণগঞ্জে আহত ও নিহতের পরিবারের সাথে মতবিনিময় করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৬ জুলাই থেকে পাচঁ আগষ্ট পর্যন্ত নারায়ণগঞ্জে পুলিশ ও আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনীর গুলিতে নিহত ও আহতদের পরিবার ও স্বজনদের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম নিহতরে পরিবারের স্বজনদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। একই সাথে তিনি নিহত ও আহতদের পরিবারের সদস্যদের আশ^স্ত করেন বর্তমান সরকার তাদের পাশে আছেন এবং তাদের জন্য একটি ব্যবস্থা গ্রহন করবেন।
মতবিনিময় সভা শেষে নিহতরে স্বজন ও আহতরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, সৈরাচারী শেখ হাসিনার পতনের আন্দোলনের যারা নিহত হয়েছেন তাদের পারিবারের পাশে বর্তমান সরকার আছে। অতিদ্রুততম সময়ের মধ্যে তারা মিটিং করে সরকারি ভাবে একটি ব্যবস্থা গ্রহণ করবেন। একই সাথে যারা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে আশ্বস্থ করেন।