Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের জন্য দোয়া পড়া হয়েছে।
এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর শহীদ জিয়া স্মৃতি ফাউন্ডেশন।
সোমবার বিকেলে নগরীর চাষাঢ়া বাগে জান্নাত মসজিদের পাশে এক মাদ্রাসায় এই দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ রিপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জামাতে ইসলামের কেন্দ্রীয় সূরা ও কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামাতের আমির মাওলানা মঈনুদ্দিন আহমদ।
প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা ফখরুল ইসলাম মজনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা সেন্টুসহ অন্যরা।
বক্তারা বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে গেলে দেশ সরকার সূন্য হয়ে পড়ে। তখন এক শ্রেণির দুর্বৃরা অবৈধভাবে দখল ও লুটপাটে মেতে উঠে। যা কোন ভাবে কাম্য নয়। দখলবাজদের প্রতি ঘৃণা জানিয়ে, তাদের বিচার দাবি করেন বক্তারা।
আলোচনা শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতদের জন্য মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।