নারায়ণগঞ্জ শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ বসন্তকাল | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
  সর্বশেষ
রূপগঞ্জে যুবলীগ নেতা রুহুল আমিন  বিস্ফোরণ আইনে  গ্রেফতার।Nafiz Ashraf.Tnntv24
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইলেন।Nafiz Ashraf.Tnntv24
মিয়ানমারে ভূমিকম্পে বিদ্ধস্ত এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সেবা কার্যক্রম।Nafiz Ashraf.Tnntv24
রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরে সন্ত্রাসী হামলা ভাঙচুর লুটপাট, ব্যাপক ক্ষয়ক্ষতি!Nasiz Ashraf.Tnntv24 
ভারত অযৌক্তিক আপত্তি তোলছে সেভেন সিষ্টার্স নিয়ে ড.ইউনূসের বক্তব্য।Nafiz Asharf.Tnntv24
শেখ হাসিনার পতন মানেই বিএনপি’র বিজয়-মুহাম্মদ গিয়াসউদ্দিন।Nafiz Ashraf.Tnntv24
রূপগঞ্জে বিদেশি মদসহ ব্যবসায়ী আটক : Nafiz Ashraf.Tnntv24
 গাজীপুরে মহুয়া কমিউটার চলন্ত ট্রেনের পাওয়ার কার বগিতে আগুন। Nafiz Ashraf.Tnntv24
টিউলিপ সিদ্দিকের দুর্নীতির অভিযোগের প্রশ্নের উত্তর তাঁর আইনজীবীরা দেবে।Nafiz Ashraf.Tnntv24
প্রধান উপদেষ্টা ড.ইউনূস আজ থাইল্যান্ড যাচ্ছেন।Nafiz Ashraf.Tnntv24
Next
Prev

মির্জা ফখরুল বললেন,ম্যাডামকে স্লো পয়জনিং করা হয়েছে। Nafiz Ashraf.Tnntv24

মির্জা ফখরুল বললেন,ম্যাডামকে স্লো পয়জনিং করা হয়েছে। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মির্জা ফখরুল বললেন,ম্যাডামকে স্লো পয়জনিং করা হয়েছে। Nafiz Ashraf.Tnntv24

মির্জা ফখরুল বললেন

ম্যাডামকে স্লো পয়জনিং করা হয়েছে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বিশ্বাস করি, কারগারে ম্যাডামকে স্লো পয়জনিং করা হয়েছে। রোববার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া লন্ডনে এখন ভালো আছেন, পরিবারের সঙ্গে ঈদ করছেন।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ উনি (বেগম খালেদা জিয়া) লন্ডনে এখন বেটার আছেন। আজকে সেখানে ঈদ উদযাপন হচ্ছে। এই ঈদ ফ্যামিলির সঙ্গে আট বছর পর উনি উদযাপন করছেন। দিস ইজ এ গুড থিংক ফর আস।

কবে আসবেন বিএনপি চেয়ারপারসন এরকম প্রশ্রের জবাব দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ম্যাডাম সম্ভবত যতটুকু শুনেছি আমি, ফাইনাল নিশ্চিত না… এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরবেন।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। খালেদা জিয়ার কারাগার জীবন প্রসঙ্গে’ মির্জা ফখরুল বলেন, ম্যাডামের লিভার সিরোসিস হয়েছে জেলখানার মধ্যে। সেখানে তার কোনো চিকিৎসা হয়নি। আমরা বিশ্বাস করি যে কারগারে তাকে স্লো পয়জনিং করা হয়েছে। এটা যদি ম্যাডামকে জিজ্ঞাসা করেন উনি বলবেন না। কারণ উনি সেই ধরনের মানুষ না… একবারের জন্য বলবেন না।

ম্যাডামকে যে ঘরে রাখা হয়েছিলো সেই ঘরটা ছিলো স্যাঁত স্যাঁতে, সমস্ত দেয়ালের আস্তর ভেঙে ভেঙে পড়ছিলো এবং ইুঁদুর দৌড়াদৌড়ি করতো… এরকম অবস্থা ফেইস করেছেন আমাদের ম্যাডাম।এর পরেও…. আমি বেশি বলতে চাই না যে, কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করতেই হইবে যে সে মরে নাই। এখন নতুন করে পরীক্ষা দিতে হবে।

প্রসঙ্গত, লন্ডনে চিকিৎসা নিতে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আছেন। সেখানে আপনজনদের নিয়ে একান্তে ঈদ কাটাচ্ছেন তিনি।

লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, তারেক রহমানের বাসায় দুই পুত্রবধূ (ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান) আছেন… আছেন তিন নাতনি (ব্যারিস্টার জায়মা রহমান, জাফিয়া রহমান, জাহিয়া রহমান)।

তিনি বলেন, ম্যাডামকে ঘিরে ঈদের সব আয়োজন তারাই সাজিয়েছেন।কারণ দীর্ঘদিন বছর পর ম্যাডাম তার আপনজনদের সাথে ঈদ করছেন। বুঝতেই পারছেন এখানে অনেক আবেগ জড়িত।

খালেদা জিয়া ও তারেক রহমান দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানান জাহিদ হোসেন।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!