যুদ্ধবিরতি ভঙ্গকরে ফিলিস্তিনের উপর গণহত্যা,
বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
‘নারায়ণগঞ্জের সর্বস্তরের ছাত্র জনতা’ ব্যানারে যুদ্ধ বিরতি ভঙ্গ করে ফিলিস্তিনের উপর গণহত্যা বন্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতা। । বুধবার (১৯ মার্চ) নারায়ণগঞ্জ প্রেসক্লাব সামনে মানব বন্ধন ও বিক্ষোভে ছাত্র-জনতার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মানব বন্ধন-বিক্ষোভ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান অন্তরের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহ্বায়ক নিরব রায়হান, মহানগর আহ্বায়ক মাহফুজ খান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রিফাত হোসেন অন্তু, মুখ্য সংগঠক নুরে আরাফাত আদর, মুখপাত্র মো. জহিরুল ইসলাম, জেলার যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ফারদিন ইসলাম রোহান, খেলাফত মজলিস মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, ইসলামী যুব মজলিসের ফতুল্লা থানার সাধারণ সম্পাদক যুবাইর ইসলাম।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী বলেন, গাজায় দীর্ঘদিন ধরে হামলা চলছে, নির্দ্বিধায় গণহত্যা করা হচ্ছে, রাতের অন্ধকারে বোমা নিক্ষেপ করে মানুষকে হত্যা করা হচ্ছে।
তিনি আরও বলেন, যুদ্ধ বিরতির ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু তার পরেই ফিলিস্তিনে নেক্কারজনকভাবে যুদ্ধ বিরতি ভঙ্গ করে বোমা নিক্ষেপ করা হয় এবং শিশু নারীসহ অসংখ্য মানুষকে হত্যা করা হয়।
শওকত আলী বলেন, ফিলিস্তিনে আজ যে শিশুটি জন্ম নিয়েছে, সে জানে না তার অপরাধ কী? সে জানে না কেন তাকে পরাধীন অবস্থায় থাকতে হচ্ছে। ইজরায়েল পুরো ফিলিস্তিনকে দখল করতে পায়তারা চালাচ্ছে এবং মানবাধিকার সংস্থাগুলো এ ব্যাপারে কোন ভূমিকা পালন করছে না।
তিনি বলেন, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের সময় পুরো পৃথিবী সোচ্চার হয়ে উঠেছিল, কিন্তু ফিলিস্তিনের ক্ষেত্রে জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো নিঃশব্দ রয়েছে।
বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা আশা করেন।