যুবলীগ নেতা মতির তিন মামলায়
সাত দিনের রিমান্ড
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও সিটি কর্পোরেশনের ৬নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং সাবেক প্যানেল মেয়র মতিউর রহমান মতির বিরুদ্ধে তিন টি মামলায় মোট সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মতি গডফাদার শামীম ওসমানের ঘনিষ্ঠ সহচর।
সোমবার (২৭ জানুয়ারি) নারায়ণগঞ্জ সদর থানার একটি হত্যা মামলায় ২ দিন এবং সিদ্ধিরগঞ্জ থানার দুটি পৃথক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় যথাক্রমে ৩ দিন ও ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, নারায়ণগঞ্জ সদর থানার স্বজন হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ-আল-মাসুম উভয় পক্ষের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়া সিদ্ধিরগঞ্জ থানার রিকশাচালক আব্দুল লতিফ হত্যা মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিন উভয় পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই আদালতে আল আমিন নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করা হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
গত ১৩ জানুয়ারি ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতিউর রহমান মতিকে গ্রেফতার করা হয়।