নারায়ণগঞ্জ শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ বসন্তকাল | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
  সর্বশেষ
রূপগঞ্জে যুবলীগ নেতা রুহুল আমিন  বিস্ফোরণ আইনে  গ্রেফতার।Nafiz Ashraf.Tnntv24
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইলেন।Nafiz Ashraf.Tnntv24
মিয়ানমারে ভূমিকম্পে বিদ্ধস্ত এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সেবা কার্যক্রম।Nafiz Ashraf.Tnntv24
রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরে সন্ত্রাসী হামলা ভাঙচুর লুটপাট, ব্যাপক ক্ষয়ক্ষতি!Nasiz Ashraf.Tnntv24 
ভারত অযৌক্তিক আপত্তি তোলছে সেভেন সিষ্টার্স নিয়ে ড.ইউনূসের বক্তব্য।Nafiz Asharf.Tnntv24
শেখ হাসিনার পতন মানেই বিএনপি’র বিজয়-মুহাম্মদ গিয়াসউদ্দিন।Nafiz Ashraf.Tnntv24
রূপগঞ্জে বিদেশি মদসহ ব্যবসায়ী আটক : Nafiz Ashraf.Tnntv24
 গাজীপুরে মহুয়া কমিউটার চলন্ত ট্রেনের পাওয়ার কার বগিতে আগুন। Nafiz Ashraf.Tnntv24
টিউলিপ সিদ্দিকের দুর্নীতির অভিযোগের প্রশ্নের উত্তর তাঁর আইনজীবীরা দেবে।Nafiz Ashraf.Tnntv24
প্রধান উপদেষ্টা ড.ইউনূস আজ থাইল্যান্ড যাচ্ছেন।Nafiz Ashraf.Tnntv24
Next
Prev

রাজধানীতে নারীদের নিরাপত্তা দিতে পারছেনা সংশ্লিষ্ট বিভাগ,নারী সাংবাদিক হেনস্তা।Nafiz Ashraf.Tnntv24

রাজধানীতে নারীদের নিরাপত্তা দিতে পারছেনা সংশ্লিষ্ট বিভাগ,নারী সাংবাদিক হেনস্তা।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রাজধানীতে নারীদের নিরাপত্তা দিতে পারছেনা সংশ্লিষ্ট বিভাগ,নারী সাংবাদিক হেনস্তা।Nafiz Ashraf.Tnntv24

রাজধানীতে নারীদের নিরাপত্তা দিতে পারছেনা

সংশ্লিষ্ট বিভাগ,নারী সাংবাদিক হেনস্তা

Tnntv24.ডেক্স রিপোর্ট:

নিজ বাসার সামনেও নিরাপদ নয় এক নারী সাংবাদিক। তো সাধারণ নারীদের নিরাপত্তাকি দিতে পারছে সংশ্লিষ্ট বিভাগ (?) এমন প্রশ্ন দেখা দিয়েছে। রাজধানীর বনশ্রী এলাকায় রাফিয়া তামান্না নামে এক নারী সাংবাদিককে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে। তিনি দৈনিক ইংরেজি পত্রিকা নিউ এইজে কাজ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী সাংবাদিক রামপুরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (২ এপ্রিল) রাত আটটার দিকে বনশ্রীর ই-ব্লকের তিন নম্বর সড়কের একটি জুসের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এসময় নারী সাংবাদিক রাফিয়া তামান্না ও তার ছোট ভাই রিশাদকে মারধরের অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী রাফিয়া তামান্না রামপুরা থানায় সোয়েব রহমান জিসানের (২৫) নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী নারী সাংবাদিক রাফিয়া তামান্না বাংলা ট্রিবিউনকে বলেন, রাত সাড়ে সাতটা থেকে আটটার দিকে আমি এবং আমার ছোট ভাই রিশাদ বনশ্রী ই-ব্লকের তিন নম্বর রোডের মুখে একটি জুসের দোকানে ছিলাম। এসময় কয়েকজন স্থানীয় যুবক আমাকে উত্যক্ত করতে শুরু করে। আমার ভাই প্রতিবাদ করলে তারা প্রথমে তাকে মারধর করে। আমি বাধা দিতে গেলে তারা আমাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে, শরীরের স্পর্শকাতর স্থানে আঘাত করে।

তিনি আরও বলেন, আমরা নিজেদের বাসার সামনেই নিরাপদ নই। ছেলেগুলো এমনভাবে আচরণ করছিল যেনো তারা যা করছে, সেটাই তাদের অধিকার। আমার ভাই যখন প্রতিবাদ করল, তখন তারা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। এমনকি তারা আমাকে হেনস্তা করার পরও অকপটে বলে, হ্যাঁ, আমরা রেপ করেছি, কী করবে?

এ বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বাংলা ট্রিবিউনকে বলেন, “বনশ্রীর ই-ব্লকের একটি জুসের দোকানে ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, কয়েকজন যুবক নারী সাংবাদিক ও তার ভাইয়ের দিকে তাকিয়ে ছিল। বিষয়টি নিয়ে কথা-কাটাকাটি হলে হাতাহাতির ঘটনা ঘটে। ইতোমধ্যে মামলা নেওয়া হয়েছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপার ও প্রতিবাদের বণ্যা বয়ে যাচ্ছে

এ ঘটনায় নারী সাংবাদিক রাফিয়া তামান্না সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি বলেন, আমার নিজের বাসার সামনেই নিরাপদ নই! আমাকে উত্যক্ত করার প্রতিবাদ করায় আমার ভাইকে মারধর করা হলো, আমাকেও লাঞ্ছিত করা হলো। অথচ আশেপাশের কেউ এগিয়ে এল না।

তিনি আরও লেখেন, ‘আমার চুল টেনে ধরে আমাকে হ্যাচকা টান দেওয়া হলো, বুকে আঘাত করা হলো, লাথি মারা হলো। চারপাশের সবাই দাঁড়িয়ে দেখছিল, কেউ কিছু বলেনি। একজন সাংবাদিক হয়েও যদি আমি এরকম হামলার শিকার হই, তাহলে সাধারণ নারীদের নিরাপত্তার কী অবস্থা?’

তার এই পোস্টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই শেয়ার দিচ্ছেন এবং কমেন্ট নানা প্রতিবাদ করছে। তারা বলেন, রাজধানীতে নারীদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। শুধু রাস্তায় নয়, নিজেদের বাড়ির সামনেও নিরাপদ নন নারীরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!