রাষ্ট্র কাঠামো মেরামতের
৩১ দফা লিফলেট বিতরণে জেলা বিএনপি’র সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট নারায়ণগঞ্জে বিতরণ করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের ৩ নং ওয়ার্ডে এ লিফলেট বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
লিফলেট বিতরণের সময় মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনের লক্ষ্যেই এই ৩১ দফা প্রস্তাবনা উত্থাপন করা হয়েছে। এটি দেশের জনগণের অধিকারের প্রতিফলন এবং ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার উদ্যোগ।
লিফলেট বিতরণ কার্যক্রমে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।