রূপগঞ্জের কামসাইর ইমান ভূঁইয়া ক্রিয়েটিভ স্কুলের
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামসাইর গ্রামে অবস্থিত ইমান ভূঁইয়া ক্রিয়েটিভ স্কুলের এবারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ৮ এপ্রিল মঙ্গলবার বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নওয়াব ভূইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এড. মোঃ গোলজার হোসেন ভূইয়া । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মোঃ আনোয়ার হোসেন খাজা বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী, কামসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাইদুর রহমান, কামসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন দেওয়ান, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তারা মিয়া প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তাজ মোহাম্মদ, বিএনপির সদস্য আছান মোল্লা, মোঃ শাহ আলম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জয় সরকার, সহকারী শিক্ষক মোঃ ফয়সাল মিয়া, লাখি আক্তার, শান্তা ইসলাম, মোঃ ইয়ারজুল ইসলাম, শাহিন মিয়া, নাহিদা আক্তার, তাহমিনা আক্তার, আরিফা আক্তার, লামীয়া আক্তার।
সভায় এড. মোঃ গোলজার হোসেন ভূইয়া বলেন, শিক্ষার্থীদের শুধুমাত্র চিকিৎসক কিংবা প্রকৌশলী হলেই চলবে না, পাশাপাশি প্রত্যেককে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে। বাবা-মায়ের, শিক্ষক-শিক্ষিকার ইচ্ছা পূরণের চেষ্টা করতে হবে। সমাজ ও দেশের জন্য কাজ করতে হবে। তবেই জীবনে স্বার্থকতা আসবে। এবং শিক্ষার্থীদের মধ্যে যারা ভালো ফলাফল করবে তাদেরকে পুরষ্কৃত করা হবে।
পরে পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষার উপকরণ বিতরণ শেষে মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয় ।