Tnntv24.রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও এখনোও থানায় পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
গত ২২ সেপ্টেম্বর উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দী এলাকার ব্যবসায়ী মোতাহার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার কারণে সন্ত্রাসীরা ফের গত ২৫ সেপ্টেম্বর ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা চালায়। দফায় দফায় এমন ঘটনায় পরিবারের সবাই এখন চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। এ ঘটনায় বর্তমানে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ৯ দিনেও থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।
জানা গেছে এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর ব্যবসায়ী মোঃ মোতাহার হোসেন বাদী হয়ে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দী এলাকার আনোয়ার আলীর ছেলে মেহেদী হাসান রিপন (৩৪), লিটন মিয়া (৪২), মজিবুর রহমানের ছেলে মেহেদী হাসান আকিব (২৫), মৃত আস্কর আলীর ছেলে আব্দুর রহিম খোকা (৫০), মৃত আব্দুল হকের ছেলে সাদিকুর রহমান ছাদু (৪৪), হাসান আলীর ছেলে পাপু (২৪), খলিল মিয়ার ছেলে আলম মিয়া (৩০), জলিল মিয়ার ছেলে শাহ-আলম (৩৬), বিল্লাল হোসেনের ছেলে কামাল মিয়া (৪৫), আবুল হোসেনের ছেলে সজিব (২৬), মৃত নছর আলীর ছেলে সিরাজুল ইসলাম (৬০), গোলাম রশিদের ছেলে ফয়েজ উদ্দিনসহ (৫২) অজ্ঞাত আরো ৭/৮ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী মোতাহার হোসেন উত্তরা ট্রেডার্স লিমিটেডের ঠিকাদার হিসেবে খনিজ কয়লা লোড-আনলোড ব্যবসা পরিচালনা করে আসছে। দীর্ঘদিন যাবত দড়িকান্দী এলাকার আনোয়ার আলীর ছেলে মেহেদী হাসান রিপনের নেতৃত্বে ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে আসছে। দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় গত ২২ ও ২৫ সেপ্টেম্বর মেহেদী হাসান রিপনের নেতৃত্বে ২০/২২ জন একদল সন্ত্রাসী হাতে পিস্তল, ককটেল, রাম দা, লোহার রড, চাপাতিসহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে প্রথমে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় ব্যবসায় প্রতিষ্ঠানের ম্যানেজার নজরুল ইসলামও কর্মচারী হাসিবের কাছে উল্লেখিত চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তাদেরকে এলোপাথারীভাবে মারদর করে গুরুতর জখম করে। পরে ব্যবসায়ী মোতাহার হোসেন ম্যানেজার ও কর্মচারীকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে সন্ত্রাসীরা তার মাথায় পিস্তল তাক করে। পর তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা ব্যবসা প্রতিষ্ঠান ও তার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও ফাকা গুলি বর্ষণ করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন বলেন, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা, ককটেল ও গুলি বর্ষণের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা প্রক্রিয়াধীন।