নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শীতকাল | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  সর্বশেষ
রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া  ফুটপাতে  জমে উঠেছে শীতের পোশাকের বাজার : Nafiz Ashraf. Tnntv24
ছাত্র-জনতার গন-আন্দোলনের  থিমে সাজছে এবারের বানিজ্য মেলা : Nafiz Ashraf. Tnntv24
রূপগঞ্জে মীর মুগ্ধ স্মৃতি গোল্ডকাপ ফুটবল  টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত : Nafiz Ashraf.Tnntv24
তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই  রূপগঞ্জে কৃষক  সমাবেশ : Nafiz Ashraf.Tnntv24
জিয়াউর রহমানকে রাজাকার বলা যুবলীগ নেতার বাড়িতে হামলা : Nafiz Ashraf. Tnntv24
রূপগঞ্জে কর্মহীন যুবকদের আত্মকর্মসংস্থানে আয়বর্ধক মূলক প্রশিক্ষণ : Nafiz Ashraf. Tnntv24
রূপগঞ্জে উৎসাহ উদ্দীপনায়  বিএনপির বিজয় শোভাযাত্রা : Nafiz Ashraf.Tnntv24 
সাদপন্থীদের হামলা ও হত্যার প্রতিবাদে  রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ : Nafiz Ashraf.tnntv24
রূপগঞ্জের পূর্বাচলে  প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত,আহত ২ :Nafiz Ashraf.tnntv24 
রূপগঞ্জে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড : Nafiz Ashraf. Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ছাত্রদল নেতাসহ তিনজনকে কুপিয়ে হত্যার চেষ্টা 

রূপগঞ্জে ছাত্রদল নেতাসহ তিনজনকে কুপিয়ে হত্যার চেষ্টা 

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে ছাত্রদল নেতাসহ তিনজনকে কুপিয়ে হত্যার চেষ্টা 
Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ছাত্র দল  সভাপতি দোলন ভুঁইয়া (২৮), তার চাচা আব্দুস সামাদ ভুঁইয়া (৬২) ও আনোয়ার হোসেনকে (৪৮) আওয়ামীলীগের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যার চেষ্টা করে। বুধবার (৪ সেপ্টেম্বর) রূপসী-কাঞ্চন সড়কের বেলতলা এলাকায় তারা সন্ত্রাসীদের কবলে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় দোলন ভুঁইয়াকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এর পরে পঙ্গু হাসপাতালে অপর আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ছাত্রদল নেতা দোলন ভুঁইয়াদের ফসলি জমির উপর দিয়ে একই গ্রামের ফসিউজ্জমানের ছেলে সাবিত ভুঁইয়ার নামীয় ড্রেজারের বালুর পাইপ বসাতে গেলে দোলন ভুঁইয়ারা বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এ নিয়ে  বেশ কয়েকদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এই ঘটনাকে কেন্দ্র করে  ৪০/৪৫ সদস্যের একদল সন্ত্রাসী রামদা, ছেনি,চাইনিজ কুড়াল, লোহার রডসহ অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা দোলন ভুঁইয়ার হাত ও পায়ে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। পরে তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগে যাদের নাম রয়েছে তারা হলেন, দোলন ভুঁইয়ার চাচা আব্দুস সামাদ ভুঁইয়া বাদী হয়ে আতলাশপুর গ্রামের আওলাদ হোসেনের ছেলে কাউছার ভুঁইয়া(৪৫), আব্দুল খালেকের ছেলে আওলাদ হোসেন ভুঁইয়া(৭০), আব্দুল হাইয়ের ছেলে সেলিম মোল্লা(৪৮), মফিজুল মিয়ার ছেলে ইস্রাফিল(২৮), রাজু মিয়ার ছেলে শুভ(১৮), বারেক মাস্টারের ছেলে ফেরদৌস(৪০), আবু সাঈদ ভুঁইয়ার ছেলে রাব্বি(২৫) ও কাউছার(২৮), আনোয়ার আলী মেম্বারের ছেলে টিপু(৪৫), মোস্তফা মিয়ার ছেলে আলী মিয়া(৩৭), আব্দল হাই মোল্লার ছেলে সোহেল(৩৫), তোতা সরকারের ছেলে জাহাঙ্গীর(৩৮), আব্দুল হকের ছেলে ইমন(১৮), ইকবাল মিয়ার ছেলে ফাদেল(১৯), মোস্তফার ছেলে জুবায়ের(২২), নাছিরউদ্দিনের ছেলে জাহিদুল(২৮) ও সফি(২৫), বেলায়েত মিয়ার ছেলে শাহাআলম(২৫), পারু মিয়ার ছেলে রবিন(২৪), লুৎফরের ছেলে নাদিম(২০), ফালু মিয়ার ছেলে বাচ্চু মিয়া(১৮) ও পারভেজ(২২), কফিলউদ্দিন ভুঁইয়ার ছেলে খোরশেদ(৪০), বাচ্চু মিয়ার ছেলে মেহেদী(১৮), সুজন মিয়ার ছেলে সোহান মিয়া(২০), হযরত আলীর ছেলে রোহানকে(১৮) নামীয় ও অজ্ঞাত ২০/২৫জন ।
রূপগঞ্জ থানা ওসি জুবায়ের হোসেন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!