রূপগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসিব নিহতের
ঘটনায় মামলা ॥ গ্রেপ্তার দুই
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অটো চালক হাসিব মিয়া(২৮) নিহতের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল ২০মার্চ বৃহস্পতিবার হাসিব মিয়ার ভাই বাবু মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ১৭জনকে নামীয় ও অজ্ঞাত ৮জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এজাহার নামীয় আসামী রবিন মিয়া ও রমজান আলীকে গ্রেপ্তার করেছে। চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, হাসিব মিয়া হত্যা মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য গত ১৮মার্চ গভীর রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গলায় গুলিবিদ্ধ হয়ে অটোরিক্সা চালক হাসিব মিয়া(২৮) নিহত হয়।