রূপগঞ্জে বিদেশি মদসহ
ব্যবসায়ী আটক
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়গঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বিজয়নগর এলাকা থেকে বিপুল পরিমান বিদেশি মদসহ মনির হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বিদেশি মদসহ মনির হোসেন
গত মঙ্গলবার ( ১ এপ্রিল ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভুলতা ফাঁড়ি পুলিশের একটি দল অভিযান চালিয়ে গোলাকান্দাইল এলাকার নিজ বাড়ি থেকে মাদক ব্যবসায়ীকে আটক করে। পুলিশ ফাঁড়ির এসআই নিরঞ্জন বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যবসায়ী মনিরকে আটক করা হয়েছে। মনির হোসেনের বাড়ি কাঞ্চন পৌরসভার কলাতলি এলাকায় তার পিতার নাম আফরউদ্দিন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মাছ ব্যবসায়ী মনির দীর্ঘদিন যাবত মাছ ব্যবসার অন্তরালে মাদক ব্যবসা করে আসছিল এমন সংবাদ পুলিশের কাছে ছিলো।
এ ঘটনায় ভুলতা ফাঁড়ির (ওসি) ইন্সপেক্টর মিজানুর রহমান জানান ব্যবসায়ীর কাছ থেকে ৩৩ বোতল বিদেশী মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আর আটকৃত মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।