রূপগঞ্জে বৈষম্যবিরোধী
মামলায় যুবক গ্রেফতার
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাশকতায় উস্কানিদাতা ও হামলার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার রূপগঞ্জ গন্ধর্বপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৪ মার্চ) তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১১ স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইন।
গ্রেফতারকৃত যুবকের নাম মো. অনিক (২২)। সে রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর দক্ষিণপাড়া এলাকার শুকুমুদ্দিনের ছেলে।
গ্রেফতারকৃত অনিক
র্যাব-১১ স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গত জুলাই—আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে রূপগঞ্জ থানা এলাকায় শান্তিপূর্ণ ভাবে আন্দোলনরত ছাত্র জনতার উপর, আসামী অনিক ও তার সহযোগীরা মারাত্মক অস্ত্রে—শস্ত্রে সজ্জিত হয়ে উদ্দেশ্যে ঝাপিয়ে পড়ে। পরবতীর্তে গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগীরা শান্তিপূর্ণ ভাবে চলামান আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলা করে ছাত্র জনতাকে গুরুতর জখম, ক্ষতি সাধনসহ বিষ্ফোরণ, অগ্নি সংযোগ ও ভাংচুর করে জনমনে আতঙ্কের সৃষ্টি করে।
তাকে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে তার অবস্থান নিশ্চিত হয়ে সোমবার রাতে গন্ধর্বপুর এলাকা হতে আসামী’কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রুপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।